Category Archives: ইসলামের শিক্ষা

কুরআনুল কারীমের সুন্দরতম দু’আ

আল্লাহ রাব্বুল আলামীনের একত্ববাদে বিশ্বাস করে, তাঁর সার্বভৌম ক্ষমতাকে মেনে রব হিসেবে স্বীকার করে মুসলমান হবার পর থেকেই জেনেছি, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ কেবল তাঁরই রহমতের প্রত্যাশায়, সন্তুষ্টি অর্জনের জন্য। আর তাই, দু’আ/প্রার্থনা করেই আমাদের রব, দয়াময় আল্লাহর কাছ থেকে জীবনের মূহুর্তগুলোর জন্য সাহায্য চাই আমরা। কীভাবে, কতটা সুন্দর আর নিপুণভাবে চাইলে আল্লাহ পছন্দ করেন — সেটা আমরা জানতে পারি পূর্ববর্তী নবী-রাসূলগণ কীভাবে আল্লাহর সাহায্য চেয়েছেন তা থেকে। তাই, পবিত্র কুরআনুল কারীমেই পাওয়া যায় সুন্দরতম মুনাজাত/প্রার্থনা/দু’আ। নিশ্চয়ই আল্লাহ বান্দার দু’আ কবুল করেন। পৃথিবীর বুকে কেবলমাত্র দু’আ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। দু’আ হলো দয়াময় আল্লাহর অপার ক্ষমতার কাছে প্রার্থনা করে নিজের জন্য চেয়ে নেয়া। আমি প্রাত্যহিক কুরআন পাঠে যেসব দু’আ চোখে পড়ে, আল্লাহর কাছে চাইলে হৃদয় আর্দ্র হয় — তেমন কিছু দু’আ এখানে একত্রিত করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের উপর সন্তুষ্ট হোন, ক্ষমা করুন।

[১]. رَ‌بَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّ‌يَّاتِنَا قُرَّ‌ةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَا

** “হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।”
[সূরা ফুরক্কানঃ ৭৪]

বিস্তারিত পড়ুন

2 টি মন্তব্য

Filed under ইসলামের শিক্ষা, দুআ বা প্রার্থনা